শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় হামদ, নাত, আজান ও ক্কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হামদ, নাত, আজান ও ক্কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার (২৫ মার্চ) চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জেলাব্যাপী গ্রুপভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ/নাত ও আজান প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানা এবং দর্শনা থানার প্রাথমিক বাছাই পর্ব স্ব স্ব থানা কম্পাউন্ডে সফলভাবে সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল এসপি আনিসুজ্জামান লালন, সভাপতিত্ব করেন সদর থানার ওসি মাহবুবুর রহমান কাজল, প্রধান বিচারকের ভুমিকায় ছিলেন মুফতি বনী ইয়ামিন ও  ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসাসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কওমি মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

টিএইচ